উত্তরদিনাজপুর

বন্যায় ক্ষতিগ্রস্থদের চেক বিলি নিয়ে চোপড়া কৃষি দপ্তর ঘেরাও করে চাষিদের বিক্ষোভ

বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরনের চেক বিলিতে অনিয়মের অভিযোগ। ক্ষোভে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কৃষি দপ্তর ঘেরাও করে চাষিদের বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটিকে ঘিরে চোপড়া জুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্যের পাশাপাশি চোপড়া ব্লকেও বন্যায় ক্ষতিগ্রস্তদের চেক প্রদান করা হচ্ছে। তবে প্রায় দিনই অফিসের কর্মচারী বাদ দিয়ে অপরিচিত কিছু ব্যাক্তিকে অফিসের ভিতরে ঢুকে কাজকর্ম করতে দেখা যায়। তাই বিভিন্ন অভিযোগ নিয়ে এদিন চাষীরা চোপড়ার কৃষী দপ্তর ঘেড়াও করে বিক্ষোভ দেখান। 

বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের অভিযোগ, দালালদের ঘুঘুর বাসায় পরিনত হয়েছে চোপড়ার কৃষী দপ্তর। কারন তাদের চেক অন্য কেও উঠিয়ে নিয়েছে। অথচ শ্লিপ আমার কাছে রয়েছে। এছারাও অনেকের অভিযোগ যে, ১৫-২০ দিন ধরে দপ্তরে বার বার এসেও চেক পাচ্ছেন না। দালালদের ৫০০ টাকা দিলে সাথে সাথেই চেক পাওয়া যাচ্ছে। না হলে কয়েক দিন ঘুরলেও চেক পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তারা।

অন্য দিকে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কৃষী দপ্তরের কৃষী প্রযুক্তি সহায়ক অলোক কুমার মজুমদার। সেই সঙ্গে তিনি্লেদাবী করেন, যারা স্লিপ হারিয়ে ফেলছে তাদের স্থানীয় মেম্বার থেকে লখিত সহ বিভিন্ন প্রমান পত্র নিয়েই তবে তাদের চেক ইস্যু করা হচ্ছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/TVNG6Gzm2sA